হাইকোর্টে স্টেনোগ্রাফার পদে নিয়োগ বিজ্ঞপ্তি , Gujrat High Court Recruitment 2024

আপনি কি গ্রাডুয়েশন পাশ চাকরি প্রার্থী এবং দীর্ঘ দিন ধরে ভালো চাকরির খোঁজ করছিলেন ? আপনার জন্য একটি দুর্দান্ত চাকরির সুখবর নিয়ে এসেছি, যেটা আপনার জন্য যথাযত চাকরি হতে পারে।

গুজরাট হাইকোর্টের তরফে স্টেনোগ্রাফার পদে নিয়োগ (High Court Stenographer Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিজ্ঞপ্তি অনুযাই , উচ্চবেতন যুক্ত পদে স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা 44,900/- থেকে 1,42,400/- টাকা বেতন পাবে।

এই প্রতিবেদনে নিয়োগ সম্পর্কে সম্পূর্ণ তথ্য বিস্তারিত জানানো হলো –

Gujrat High Court Recruitment 2024

Gujrat High Court Recruitment 2024

পদের নাম – English Steno. Grade-II , English Steno. Grade – III

শূন্যপদ সংখ্যা

পদের নামশুন্য পদ
English Steno. Grade-II122
English Steno. Grade – III 122
Total 244

শিক্ষাগত যোগ্যতা –

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা যেকোনো বিষয়ে যেকোনো বিষয়ে স্নাতক বা সরকার কর্তৃক স্বীকৃত সমমানের যোগ্যতা।
  • ইংরেজি শর্ট হ্যান্ডে গতি 120 w.p.m হতে হবে।
  • কম্পিউটার অপারেশানের প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন।
  • ইংরেজি, গুজরাটি ভাষায় পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা ন্যূনতম 21 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

আবেদন ফি –

SC/ST/EBC/ EWS/ DAP / EX-Service man – Rs.750/-
General Rs.1500/-

মাসিক বেতন

English Steno. Grade-IIRs.44,900- 1,42,400/-
English Steno. Grade – III Rs.39,900-
1,26,600/-

নির্বাচন পদ্ধতি ও বিষয়

Type Marks Subject
Elimination Test (Objectice Type- MCQs)100 MarksGeneral Knowledge, English
Language & Grammar, Gujarati Language & Grammar, Current
Affairs, Numerical & Mental Ability and Computer
Fundamentals/Operation, etc
Stenography / Skill Test70 Marksঅফিসিয়াল নোটিশ দেখুন
Viva-voce Test (Oral Interview)30 Marksঅফিসিয়াল নোটিশ দেখুন

আবেদনের সময়সীমা

আবেদন শুরু তারিখ06/05/2024 (12:00 hours)
আবেদনের শেষ তারিখ26/05/2024 (23:59 hours)
লিখিত পরীক্ষার তারিখ16/06/2024 (Sunday)
স্টেনোগ্রাফি / স্কিল টেস্টIn the Month of July, 2024
Viva-voce Test (Oral Interview)In the Month of
August/September, 2024

আবেদন পদ্ধতি

  • অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা।
  • এক্ষেত্রে অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
  • যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের রঙিন ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করতে বললে আপলোড করুন
  • সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন।

Important Links

Official Website CLICK HERE
Official Notification CLICK HERE
আরো চাকরির খবর পড়ুনCLICK HERE

Leave a Comment